• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশ ও ভুটানের আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ড সম্প্রসারণ, বুড়িমারী স্থলবন্দরে প্রবেশের রাস্তা প্রশস্তকরণ, বুড়িমারী-চ্যাংড়াবান্ধা রেল সংযোগ স্থাপন, আমদানি শুল্ক কমানোসহ আরও বিভিন্ন বিষয়ে দুই দেশের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে ভুটান-ভারত ও বাংলাদেশের মধ্যে প্রধান বাণিজ্যিক রুটসমূহে অনুষ্ঠিতব্য সফরের অংশ হিসেবে ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক ও কূটনৈতিক বিভাগের চিফ শেওয়াং লাদেনসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন। পরে স্থলবন্দরে হলরুমে মতবিনিময় সভায় অংশ নেন তারা।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জাহাঙ্গীর কবির, ৬১ বিজিবির অধিনায়ক (তিস্তা ব্যাটালিয়ন-২) লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুড়িমারী স্থলবন্দর হলরুমে প্রতিনিধি দলটি লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদের নেতৃত্বে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথসভায় যোগ দেয়। সভায় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মি. থিংলে, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম, যুগ্ম-সচিব মো. জাহাঙ্গীর কবির, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হক সুমন, বুড়িমারী স্থলবন্দরের ট্রাফিক সহকারী পরিচালক মো. গিয়াস উদ্দিনসহ বুড়িমারী স্থলবন্দর ও বুড়িমারী শুল্ক স্টেশনের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

সভায় ভুটানের প্রতিনিধি দল বাংলাদেশ ও ভুটানের আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ড সম্প্রসারণ, বুড়িমারী স্থলবন্দরে প্রবেশের রাস্তা প্রশস্তকরণ, বুড়িমারী-চ্যাংড়াবান্ধা রেল সংযোগ স্থাপন, আমদানি শুল্ক কমানো, ভুটানি পণ্যবাহী ট্রাক আনলোড পরবর্তী ফেরত যাওয়ার সময়সীমা বৃদ্ধির সুপারিশ করে।

Place your advertisement here
Place your advertisement here