• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

শীত আসছে হিমালয়ের কোলে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২  

Find us in facebook

Find us in facebook

দেশের উত্তর প্রান্তের জেলা ঠাকুরগাঁও। হিমালয়ের সবচেয়ে কাছে থাকা উত্তরের এ জেলায় শীত পড়তে শুরু করেছে। শীত অনুভূত হচ্ছে শহর ও গ্রামে। দ্রুতই পাল্টাতে শুরু করেছে এ জেলার আবহাওয়া।

প্রতীকী অর্থে হিমালয়ের কোলে থাকা এ জেলায় রাত ও ভোরে কুয়াশায় ছেয়ে যাচ্ছে। শিশিরসিক্ত সকাল; ভোরের সূর্যের আলোয় সবুজ ঘাসে যেন মুক্তা জমে আছে।

এদিকে পৌষ-মাঘ এ দুমাস শীতকাল ধরা হলেও এ জেলায় আশ্বিন-কার্তিকের দিকেই শীত আসে। সারা দিন কড়া রোদ থাকলেও সন্ধ্যার পর শান্ত হয়ে আসছে প্রকৃতি।

সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার স্থানীয় এক বাসিন্দা জিনু আহম্মেদ বলেন, শিশির পড়ছে, কুয়াশা দেখা যাচ্ছে।

ঠাকুরগাঁও নারগুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল বলেন, দিনে গরম থাকলেও রাতে শীত নামছে। শীত মৌসুম আসতে আরো দেরি হলেও এখানে রাতে শীত অনুভূত হচ্ছে। সকালে শিশির দেখা যাচ্ছে।

Place your advertisement here
Place your advertisement here