• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হিলিতে পেঁয়াজের কেজি ১৬ টাকা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

আমদানি বেশি হওয়ায় দিনাজপুরের হিলি বাজারে কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬ টাকা। শনিবার (২৪ সেপ্টেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

পেঁয়াজ বিক্রেতারা বলেন, অতিরিক্ত গরমের কারণে অনেক পেঁয়াজ নষ্ট হচ্ছে। আমরা লোকসানের মধ্যে পরে যাচ্ছি। কারণ পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। ফলে অনেক পেঁয়াজ নষ্ট হচ্ছে। তাই বাধ্য হয়ে ১৬ থেকে ২০ টাকার মধ্যেই প্রতিকেজি পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ টাকায় এবং একটু ভালো মানের পেঁয়াজ কেজিপ্রতি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৩৪ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। ভারত থেকে আমদানি বেশি হওয়ার কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা।

হিলি কাস্টমসের তথ্যমতে গত বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) ভারতীয় ৩২ ট্রাকে ৯১২ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

Place your advertisement here
Place your advertisement here