– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

সুন্দরগঞ্জে ধানের চারাসহ তিস্তায় ডুবে প্রাণ গেল কৃষকের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানের চারা নিয়ে সাঁতরে তিস্তা নদী পার হতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ আলী কিনু (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাদারীপাড়া গ্রামের তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। কৃষক মোহাম্মদ আলী কিনু একই গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে মোহাম্মদ আলী কিনু তিস্তা নদীর মাঝ চরে আমন ধান রোপণের জন্য ধানের চারা নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় পানিতে ডুবে যান। পরে স্বজন ও স্থানীয়রা নদীতে দিনভর খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন।  সন্ধ্যায় তিস্তা নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ধানের চারা নিয়ে তিস্তা নদী পার হতে গিয়ে পাানিতে ডুবে মোহাম্মদ আলী কিনু নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here