• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সাঁতরে নদী পার হতে গিয়ে প্রাণ গেল কৃষকের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাঁতরে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ আলী কিনু নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার হরিপুর ইউপির চর মাদারীপাড়া গ্রামের তিস্তা নদী থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। মোহাম্মদ আলী কিনু চর মাদারীপাড়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, মোহাম্মদ আলী সকাল ১০টার দিকে কিনু তিস্তার নদীর মাঝ চরে আমন ধান রোপণের জন্য ধানের চারা নিয়ে সাঁতরে নদী পার হচ্ছিলেন। ওই সময় পানিতে তলিয়ে যান তিনি। পরে নদীতে অনেক খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে সন্ধ্যায় তিস্তা নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা।

হরিপুর ইউপি চেয়ারম্যান মোজহারুল ইসলাম বলেন, ধানের চারা নিয়ে তিস্তা নদী পার হওয়ার সময় পানিতে ডুবে মোহাম্মদ আলী কিনু নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here