• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে ফায়ার সার্ভিসের দক্ষতায় রক্ষা পেল দুই শতাধিক রোগী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্টোর রুম থেকে আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে না পারায় শতাধিক রোগী রক্ষা পেয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর জেনারেল হাসপাতালের স্টোর রুম থেকে এ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দিলে বড় রকমের ক্ষতি হওয়ার আশঙ্কার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস কর্মীরা।

দিনাজপুর সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস সহকারী পরিচালক মঞ্জিল আহমেদ জানান, দিনাজপুর সদর হাসপাতালের স্টোর রুমে আগুন লেগেছে এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দিনাজপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী আগুনের উৎপত্তিস্থলে পানির লাইন সংযুক্ত করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসপাতালের ছাদে কে বা কারা জ্বলন্ত সিগারেটের অংশবিশেষ স্টোর রুমে ফেলে দিয়েছে। এ থেকে আগুনের সূত্রপাত।

দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সোহেল রানা বলেন, হাসপাতালের স্টোর রুমে পরিত্যক্ত রোগীর বেডে কিছু যন্ত্রাংশ রাখা হয়েছে। সেখানে  কে বা কারা জ্বলন্ত সিগারেটের অংশবিশ্বাস ফেলে দেওয়ার কারণেই এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সাত মাস আগেও এ স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঐ কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here