• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

নীলফামারীতে হতদরিদ্র গর্ভবতী ও প্রসূতি মায়েদের গো-খাদ্য বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

নীলফামারী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির বার্ষিক পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ইউনিয়নের হতদরিদ্র গর্ভবতী ও প্রসূতি মায়েদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদে ২৮ টি পরিবারের মাঝে ইউনিয়নের হতদরিদ্র গর্ভবতী ও প্রসূতি মায়েদের মাঝে গো- খাদ্য বিতরণ করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন উন্নয়ন  সমন্বয় কমিটির সভাপতি  মুঃ জাহাঙ্গীর আলম শাহ্ ফকির, কেয়ার বাংলাদেশের জানো প্রকল্পের টিও এন এস এ নেহার কুমার প্রামানিক, জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমান, উপজেলা ম্যানেজার মোঃ শরিফ আহম্মেদ শাহ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জোবায়দুল ইসলাম ও ইউনিয়ন পুষ্টি সমন্বয় কমিটির সদস্য বৃন্দ সহ জানো প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মী বৃন্দ।

জানা গেছে সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ইউনিয়ন উন্নয়ন সমন্ময় কমিটির সহায়তায় ২৭০টি গর্ভবতী এবং প্রসূতি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতা বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও)  রংপুর ও নীলফামারী জেলায় পুষ্টির উন্নয়নে সরকারের বিভিন্ন দপ্তররের মাঝে কারিগরি সহায়তা প্রদান করে আসছে। 

Place your advertisement here
Place your advertisement here