• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল কিশোরের অর্ধগলিত মরদেহ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর ডোমারে নিখোঁজের সাত দিন পর আরিফ হোসেন নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নে মাঝাপাড়া এলাকার ধানক্ষেতের পাকা সেচপাম্প ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফ ডোমার পৌরসভার কাজিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি গত ১৯ আগস্ট বিকেলে তার বাবার অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, ওই সেচপাম্পের আশপাশ থেকে র্দুগন্ধ আসছিল। এলাকাবাসী বিষয়টি ডোমার থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখতে পায় বন্ধ সেচপাম্প ঘরের ভিতরে মরিচের শুকনা গাছে ঢাকা একটি মরদেহ। মরদেহের পা বেড়িয়ে থাকলেও বাকী অংশ ঢাকা রয়েছে। মরদেহটি পচে গলে যাওয়ায় সেখান থেকে র্দুগন্ধ বের হচ্ছে। পুলিশ তাৎক্ষণিকভাবে সেচপাম্প ঘরটি ঘেরাও করে রাখে। এবং ক্রাইমসিন ইউনিট সিআইডি রংপুরকে খবর দেয়। ক্রাইমসিন ইউনিট রংপুর এর টিম বিকেল ৬টার দিকে এসে লাশ উদ্ধার করেন।

সহকারী পুলিশ সুপার  (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডোমার থানা ওসি মাহমুদ উন নবী  ঘটানাস্থল পরিদর্শন করেন।

ডোমার থানার ওসি মাহমুদ উন নবী জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।   

Place your advertisement here
Place your advertisement here