• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

জামিনের পরও ফেরা হলো না ঘরে, আদালতে মুহূর্তেই গেল প্রাণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধায় আদালতে অসুস্থ হয়ে তাহের মামুদ নামে মারপিট মামলায় জামিন পাওয়া এক আসামি মারা গেছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি তাহের মামুদ (৫৫) সাঘাটা উপজেলার পবন তাইড় গ্রামের মৃত তমিজ উদ্দিন ব্যাপারীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, তাহের মামুদের বিরুদ্ধে ২০১৪ সালের ৫ জুলাই সাঘাটা থানায় মারপিটের ঘটনায় একটি মামলা করে প্রতিপক্ষ। এই মামলায় তাহের মামুদ, তার দুই ছেলে ও ছেলের বউসহ চারজনকে আসামি করা হয়। আসামিরা জামিনে থাকলেও গড় হাজিরার কারণে গত ২২ জুলাই গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানায় গত সোমবার রাত ২টার দিকে চার আসামিকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে গ্রেফতার তাহের মামুদসহ চার আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহের মামুদ। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহের মামুদের আইনজীবী মো. মাজেদুল ইসলাম প্রধান তুহিন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আদালতের হাজতে রাখার পরপরই তাদের জামিন আবেদন করা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে। শুনানি শেষে তাহের মামুদসহ চারজনের জামিন মঞ্জুর করেন বিচারক কাফি আজাদ। জামিনের ১০-১৫ মিনিট পরেই আসামি তাহের মামুদের মৃত্যুর বিষয়টি জানতে পারেন তিনি।

তাহের মামুদের মৃত্যুর বিষয়ে গাইবান্ধা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মো. মাহাবুব হোসেন বলেন, তাহের মামুদকে নিয়ে আসার সঙ্গেই পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় দেখতে পান চিকিৎসক।

এদিকে, তাহের মামুদের মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন তার সঙ্গে থাকা স্বজনরা।

কথা হলে তাহের মামুদের ছেলে ফারুক ও সাদ্দাম মিয়া জানান, গত ৬ মাস ধরে অসুস্থ ছিলেন তাহের মামুদ। 

Place your advertisement here
Place your advertisement here