• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে শাশুড়ির মাথা ফাটাল বউমা!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মা এবং বাবাকে মারপিট করার অপরাধে ছেলেকে পুলিশে দেওয়ায় এবার শাশুড়ির মাথা ফাঁটিয়েছেন তার বউমা। বুধবার সকালে পৌর শহরের জগথা মহল্লায় এ ঘটনা ঘটে। আহত শাশুড়িকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই করিম জানান, পৌর শহরের জগথা মহল্লার জহির মন্ডলের ছেলে আব্দুল হালিম ঠুনকো অজুহাতে প্রায়ই তার মা ও বাবাকে মারপিট করতো।

মঙ্গলবার বিকালে হালিম তার বউ ইতি বেগমের প্ররোচনায় আবোরো তার বৃদ্ধ মা ও বাবাকে মারপিট করে। এতে অতিষ্ঠ হয়ে ঐ দিন বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হালিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় তার মা ও বাবা।  

অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে হালিমকে বাড়ি থেকে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই মাসের বিনাশ্রম জেল দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট রেজাউল করিম। এতে ক্ষিপ্ত হয়ে হালিমের স্ত্রী ইতি বেগম বৃদ্ধ শাশুড়ির উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে আঘাত করে শাশুড়ির মাথা ফাঁটিয়ে দেন। স্থানীয়রা হালিমাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা ওয়ার্ডের ২৫ বিছানায় চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, বৃদ্ধ মা এবং বাবাকে নির্যাতন করার অপরাধে হালিমকে দুই মাসের বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে। এতে বউমা ক্ষিপ্ত হয়ে শাশুড়ির মাথা ফাঁটিয়েছেন-এমনটা শুনেছি। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here