• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ভূরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিখোঁজ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. চঞ্চল মাহমুদ হাওলাদারের (৩৭) খুঁজে পাচ্ছে না তার পরিবার। 

এ ঘটনায় মঙ্গলবার (১২ জুলাই) রাতে ভুরুঙ্গামারী থানায় সাধারণ ডায়েরি করেন চঞ্চল মাহমুদের মা সেতারা বেগম। চঞ্চল মাহমুদ নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।

অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চঞ্চল নিজ বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে মা সেতারা বেগম ঘুম থেকে উঠে দেখেন চঞ্চল মাহমুদ হাওলাদারের ঘরের দরজা খোলা। ভেতরে প্রবেশ করে দেখেন ঘরে তার ছেলে নেই। মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। সারাদিন আত্মীয়-স্বজনের বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে ভূরুঙ্গামারী থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়রি করেন তিনি।

ভূরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বলেন, চঞ্চল মাহমুদ হাওলাদারকে এখনো পাওয়া যায়নি। তাকে বিভিন্নস্থানে খোঁজা হচ্ছে। 

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। ডায়েরি নং ৫৫১। আমরা তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছি।

Place your advertisement here
Place your advertisement here