• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে অর্ধশতাধিক সুপারি গাছ কর্তন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় রাতের আঁধারে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির অর্ধশতাধিক সুপারি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ জুন) সকালে পরিবারের সদস্যরা সুপারি গাছ কেটে ফেলার বিষয়টি জানতে পারেন। 

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে কে বা কারা শহিদুল ইসলামের ৩২ শতক জমির পুকুর পাড়ে রোপণ করা সুপারির গাছের মধ্য থেকে ৫৮টি সুপারি গাছ কেটে ফেলে।

জানা যায়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামে শহিদুল ইসলামের ৩২ শতক জমির পুকুর পাড়ে রোপণ করা সুপারির গাছের মধ্য ৫৮টি সুপারি গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে ফেলে। তবে স্থানীয় একজনের সঙ্গে পুকুরের জমি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলে আসছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, আমার ক্ষতি করার উদ্দেশ্যে কে বা কারা রাতের আঁধারে সুপারি গাছগুলো কেটে ফেলেছে বুঝতে পাচ্ছি না। আজ (শনিবার) থানায় লিখিত অভিযোগ করেছি।

পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য সরেজমিনে ঘটনাস্থল দেখে এসেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Place your advertisement here
Place your advertisement here