• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

চিরিরবন্দরে বজ্রপাতে একজনের মৃত্যু     

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের চিরিরবন্দরে বাড়ির পার্শ্ববর্তী জমিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে আলতাফ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আলতাফ হোসেন (৪৫) চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের আতারবাজার কাকপাড়া এলাকায় খলিল উদ্দীনের ছেলে। 

আজ শনিবার (২১ মে) দুপুরে চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের আতারবাজার কাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে আলতাফ বাড়ির পাশের মাঠে গরু আনতে যান। সে সময় আকস্মিক বজ্রপাতে তিনি আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চিরিরবন্দরের আউলিয়াপুকুর ইউপি চেয়ারম্যান হাছিবুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মাঠেই গরুটি মারা যায় এবং আলতাফ হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কে/

Place your advertisement here
Place your advertisement here