• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কাহারোলে বোরো ধান কাটা-মাড়াই শুরু হয়েছে     

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুর জেলার কাহারোলের ছয়টি ইউনিয়নে বোরো ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। তবে ভালো দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।  

তারা জানান, চলতি বোরো মৌসুমে জমিতে পোকার আক্রমণ কম হলেও ধানের আশানুরূপ ফলন হচ্ছে না। অসময়ে বৃষ্টি ও বাতাসের কারণে গাছ হেলে পড়ে যাওয়ায় ধানের ফলন কম হচ্ছে। অন্যদিকে শ্রমিকসংকট থাকায় ধান কাটা ব্যাহত হচ্ছে। 

কাহারোল হাটে কৃষক আব্দুল আজিজ ব্রি ধান-২৮ ধান প্রতি মণ ৮৫০ টাকা দরে বিক্রি করেছেন। তিনি জানান, গত বারের তুলনায় এবার ধানের ফলন কম কিন্তু উৎপাদন খরচ বেশি হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।  

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি কর্মকর্তা জানান, এ পর্যন্ত ৩০ শতাংশ জমির ধান কাটা সম্পূর্ণ হয়েছে। তাতে হেক্টরপ্রতি ৬ মেট্রিক টন ধানের ফলন পাওয়া গেছে। এছাড়া ব্রি ধান-২৮ ও সামান্য মিনিকেট জাতের ধান কাটা হয়েছে। কিছুদিন পর ব্রি-ধান ৫৮, ২৯ ও হাইব্রিডসহ বিভিন্ন জাতের ধান কাটা হবে। 

কাহারোল উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এবার কৃষকদের কাছ থেকে সরাসরি লটারির মাধ্যমে ধান ক্রয় করা হবে। এদিকে আজ শনিবার ধান-চাল ক্রয়ের উদ্বোধন করা হবে। 
কে/

Place your advertisement here
Place your advertisement here