• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

‘আখের সাথে সাথি ফসল চাষ খাদ্য ঘাটতি পূরণে অবদান রাখবে’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

দেশের খাদ্য ঘাটতি মোকাবিলায় সাথি ফসল চাষ একটি সহায়ক প্রচেষ্টা। এতে অতিরিক্ত ফসল ফলিয়ে দরিদ্র চাষিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আখ চাষিরা সাথি ফসল চাষ করে অন্তর্বর্তীকালীন অতিরিক্ত আয়সহ চিনি, গুড় ও অন্যান্য খাদ্য ঘাটতি পূরণে অবদান রাখতে পারবেন।

দিনাজপুরের কাহারোলে ‘আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে দ্বিতীয় সাথিফসল চাষাবাদ’ শীর্ষক মাঠ দিবসে বক্তারা এসব কথা বলেন। মাঠ দিবসে ৮০ জন কৃষক উপস্থিত ছিলেন যারা আখ ও আখের সাথে দ্বিতীয় সাথি ফসল প্লটসমূহ ঘুরে দেখেন এবং চাষাবাদে আগ্রহী হন।

রোববার দুপুরে বাংলাদেশ মাঠ দিবস উপলক্ষ্যে  সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট কাহারোলের গড়মল্লিকপুর দাখিল মাদ্রাসায় এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

ঠাকুরগাঁও আরএসআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহ, সেতাবগঞ্জ সুগার মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) ঈশ্বরদী, পাবনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. আবু তাহের সোহেল, বিএসআরআইর কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নূর আলম। সঞ্চালনায় ছিলেন বিএসআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম প্রমুখ।

এর আগে আখ ও আখের সাথে দ্বিতীয় সাথি ফসল হিসেবে দিনাজপুরের মুগডাল ও গ্রীষ্মকালীন টমেটো চাষ প্রদর্শনী পরিদর্শন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ। 

Place your advertisement here
Place your advertisement here