• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

তিস্তায় ধরা পড়ল রুপালি ইলিশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের তিস্তা নদীতে সুস্বাদু বৈরালিসহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়লেও এবার ধরা পড়ছে রুপালি ইলিশ। ফলে হাসি ফুটেছে জেলে পরিবারগুলোতে। সোমবার (০৯ মে) দুপুরে তিস্তা ব্যারাজের ভাটিতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ে।

মঙ্গলবার সকালে হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিস্তায় ইলিশ মাছ ধরা পড়াতে জেলেরা ভয়ে প্রথমে গোপন রাখেন। পরে ইলিশ মাছ ধরা পড়েছে এমন খবর পেয়ে এলাকার মানুষরা মাছ কিনতে ভিড় করলে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু মাছ বিক্রি না করে জেলেরা বাড়িতে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে জেলেদের জালে ধরা পড়ে দুটো ইলিশ মাছ। মাছ দুটির ওজন ৩০০-৫০০ গ্রাম।৮০০ টাকা কেজি দরে দাম উঠলেও জেলেরা বিক্রি না করে বাড়িতে নিয়ে যায়।

তিস্তা পাড়ের জেলেরা জানায, শুষ্ক মৌসুমে কয়েক দফা তিস্তায় পানি থাকায় হয়তো যমুনা থেকে ইলিশ মাছ ভেসে এসেছে। প্রতি বছর তিস্তায় ইলিশ মাছ পাওয়া যায়। এভাবে ইলিশ পাওয়া গেলে আমাদের পরিবারসহ সবাই লাভবান হবে।

গড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আইনুল হক বলেন, প্রায় ২০ বছর আগে তিস্তায় প্রায় সময় ইলিশ মাছ পাওয়া গেলেও মাঝখানে অনেক বছর পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ তিস্তায় ইলিশ পাওয়াতে জেলেরা অনেক খুশি হয়েছে।

জেলে লাল মিয়া বলেন, আমাদের জালে দুটি ইলিশ ধরা পড়েছে। বাজারে দাম বেশি পেলেও বিক্রি না করে বাড়িতে নিয়ে এসেছি। সেই মাছ পরিবারসহ রান্না করে খাব। তবে এভাবে ইলিশ মাছ পাওয়া গেলে সাধারণ মানুষ অনেক কম দামে ইলিশ কিনতে পারবে।

Place your advertisement here
Place your advertisement here