• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রাজারহাটে ভালো ফলনে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২  

Find us in facebook

Find us in facebook

রাজারহাটে ভালো ফলনে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। অন্য ফসলের চেয়ে ভুট্টার ফলন বেশি হওয়ায় কৃষকরা ধান-গমের পাশাপাশি ভুট্টা চাষে বেশি ঝুঁকে পড়েছেন।  

রাজারহাট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২৩০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে ২১৫ হেক্টর।

উপজেলার নাজিম খান ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুসা মিয়া জানান, ধানের চেয়ে কম খরচে ভুট্টার চাষ করা হয়। একদিকে খরচ কম অন্যদিকে উৎপাদনে ধানের চেয়ে ভুট্টার ফলন প্রায় দ্বিগুণ। প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে কৃষকের খরচ ৬ থেকে ৭ হাজার টাকা। এক বিঘা জমিতে ৩৪ থেকে ৩৫ মণ ভুট্টা ঘরে তোলে কৃষকরা। ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। 

নাজিমখান ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের ভুট্টাচাষি নুর আলম জানান, এ বছর ৩০ শতক জমিতে ভুট্টার চাষ করছি। আল্লাহর রহমতে ফলনও ভালো হয়েছে। 

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার জানান, চলতি মৌসুমে উপজেলায় ২১৫ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। আমরা সব সময় তদারকি করছি। আগামীতে আরো বেশি ভুট্টার চাষ করার জন্য কৃষকদের উৎসাহ দিচ্ছি।

Place your advertisement here
Place your advertisement here