• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

বোদায় বাজার তদারকি অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মার্চ ২০২২  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ের বোদায় বাজার তদারকি অভিযানে চার প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৭ মার্চ) দুপুরে উপজেলা সদরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, দুপুরে বোদা বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর। এ সময় জাফর স্টোরকে তেলের মূল্য সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি রাখায় ৮ হাজার টাকা, মাহবুব স্টোর ও হীরন স্টোরকে আমদানিকারকের সিল ছাড়াই অবৈধ প্রক্রিয়ায় বিদেশি পণ্য বিক্রির অপরাধে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা এবং এ এফ সি নামের একটি ফাস্টফুডকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পরেশ চন্দ্র বর্মন বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত এমন অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। রোববার বোদা উপজেলায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

Place your advertisement here
Place your advertisement here