• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

লালমনিরহাটে তাণ্ডব চালিয়েছে সার্কাসে আনা হাতি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত শিল্পমেলায় আনা সার্কাসের হাতি পায়ের শিকল ছিঁড়ে পুরো শহরে তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পায়ের শিকল ছিঁড়ে বেরিয়ে এসে শহরের সাহেবপাড়ায় তাণ্ডব শুরু করেন। মাহুতসহ সার্কাসদলের সদস্যরা একে শান্ত করতে ব্যর্থ হয়ে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

এদিকে হাতির বেপরোয়া আচরণের কারণে বোরো আবাদ ভুট্টা তামাকসহ কৃষকের ফসলি জমি নষ্ট হয়ে গেছে। অন্যদিকে দোকানপাট ভাঙচুরের ঘটনায় আসবাবপত্রসহ মালামাল নষ্ট হয়ে গেছে।

হাতির মাহুত মো. মজিবর বলেন, কয়েকদিন থেকে তার সাথে থাকা আরেকটি হাতি নেই। সে কারণে এমন বেপরোয়া হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ‌তাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে প্রশাসনকে বলা হয়েছে বিষয়টি। চেতনানাশক ইনজেকশন পুশ করলে হয়ত নিয়ন্ত্রণে আনা যাবে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, হাতিটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত এটি কোনো মানুষকে আক্রমণ করেনি।

Place your advertisement here
Place your advertisement here