• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে করোনা টিকাদানের লক্ষ্যমাত্রার তিনগুণের বেশি মানুষ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

নীলফামারী জেলায় গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারী) প্রথম ডোজ করোনার টিকা প্রদানে ৬২হাজার ১’শ মানুষের জন্য লক্ষ্যমাত্রা ছিল। দিন শেষে দেখা যায় লক্ষ্যমাত্রার তিনগুণ মানুষ করোনার টিকা গ্রহন করেছে । যা লক্ষ্যমাত্রা  ছাপিয়ে ১লাখ ৯৩হাজার ২৩৫জন টিকা নিয়েছেন।

রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান এ জেলায় মোট জনসংখ্যা ২১ লাখ ৬৯ হাজার ১৫৪ জন। মোট জনগোষ্ঠীর শতকরা ৭০ ভাগ মানুষকে টিকা দেয়ার টার্গেট এর অংশ হিসাবে নীলফামারী জেলায় শতকরা ৭১ দশমিক ৬ ভাগ মানুষ করোনার টিকার প্রথম ডোজ গ্রহন করেছে। আজ রবিবার ও আগামীকাল সোমবারও এই গনটিকা কার্যক্রম অব্যাহত থাকবে ২০৭টি কেন্দ্রে। এতে প্রথমডোজ টিকা গ্রহনকারীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্র জানায়, গতকাল শনিবার জেলা সদর উপজেলায় লক্ষ্যমাত্রার ১৩ হাজার ৫০০জনের বিপরিতে ৩৮হাজার ৭০জন, ডোমার উপজেলায় ৯ হাজারের বিপরিতে ২৭ হাজার ২৩০জন, ডিমলা উপজেলায় ৯ হাজারের বিপরিতে ২৮হাজার ৫৯৮জন, জলঢাকা উপজেলায় ১০ হাজার ৮’শ জনের বিপরিতে ৪৩হাজার ৫৩৯জন, কিশোরীগঞ্জ উপজেলায় ৮হাজার ১’শ জনের বিপরিতে ১৯হাজার ৩০৬জন, সৈয়দপুর উপজেলায় ৪হাজার ৫’শ জনের বিপরিতে ২১হাজার ৩৩১জন, নীলফামারী পৌরসভায় ২হাজার ৭’শ জনের বিপরিতে ৫হাজার ৪’শ জন এবং সৈয়দপুর পৌরসভায় ৪হাজার ৫’শ জনের বিপরিতে ৯ হাজার ৭৬১জন টিকা নিয়েছেন। সুত্র জানায়, এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯লাখ ৭০হাজার ৪৮জন এবং বুষ্টার নিয়েছেন ৪২হাজার ৪৯০জন মানুষ।

গতকাল শনিবার দুপুরে সৈয়দপুরে এক’শ শয্যা বিশিষ্ট হাসপাতাল টিকা কেন্দ্র পরিদর্শণ করেন বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা।

এ ছাড়া নীলফামারী পৌরসভা প্রাঙ্গণে সকালে গণটিকা কর্মসুচীর উদ্বোধন করেছিলেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোখলেছুর রহমান, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ,সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। 

Place your advertisement here
Place your advertisement here