• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হিলিতে তীব্র শীতে বিপাকে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের হিলিতে বাড়ছে শীতের তীব্রতা। দুদিন আগে তাপমাত্রা কিছুটা বাড়লেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ফের জেঁকে বসেছে শীত। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। রয়েছে হিমেল হাওয়াও। তীব্র শীতের কারণে বিপাকে পড়েছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।

আবহাওয়া বিভাগ বলছে, এ অঞ্চলে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।

স্থানীয়রা জানায়ে, বুধবার রাত থেকে ভোর পর্যন্ত হিলিতে থেমে থেমে বৃষ্টিপাত ও হিমেল হাওয়ার কারণে বাড়তি শীত অনুভূত হচ্ছে। এতে সন্ধ্যার আগেই মানুষ শূন্য হয়ে পড়ে বাজারঘাট।

রফিক নামে এক রিকশাচালক বলেন, দুদিন আগে সকাল হলে রোদের দেখা মিলত; যার জন্য সকাল সকাল কাজে যেতে পারতাম। আজ শীত বেশি। সেজন্য কাজে যেতে পারিনি।

ভ্যানচালক খালেদ হোসেন ও শ্রমজীবী মেহেদুল ইসলাম বলেন, গত কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি ও সকাল সকাল রোদ উঠার কারণে ভ্যান চালাতে তেমন শীত অনুভূত হয়নি। কিন্তু বৃষ্টিপাতের কারণে শুক্রবার সকাল থেকে তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের কারণে হাট-বাজার জনশূন্য থাকায় আয় রোজগার নেই বললেই চলে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, শুক্রবার দিনাজপুরে ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ থেকে ৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

Place your advertisement here
Place your advertisement here