• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (০১ জানুয়ারি) দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে জাতীয় পার্টির রংপুর মহানগর ও জেলা কমিটি।

কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম এইচ এম এরশাদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ।

সকাল ৬টায় সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়।

বিকাল ৩টায় শাপলা চত্ত্বর থেকে জেলা জাতীয় পার্টি এবং সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির পৃথক পৃথক শোভাযাত্রা বের করে। পরে নগরীর জাহাজ কোম্পানী মোড়ে এসে একত্রিত হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি যৌথভাবে উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বিরোধী দলীয় চিফ হুইপ ও রংপুর জেলা সভাপতি মসিউর রহমান রাঙ্গা এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

সমাবেশ শেষে আসন্ন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নাম ঘোষণা করেন মসিউর রহমান রাঙ্গা এমপি।

Place your advertisement here
Place your advertisement here