• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরের দুই উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৯০

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বিকেল পাঁচটা পর্যন্ত ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এর মধ্যে পীরগাছার আট ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪৮ প্রার্থীর মধ্যে ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে পীরগঞ্জের ১০ ইউনিয়নের ৪৭ প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪৩ জন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ৮ জন। এছাড়া আওয়ামী লীগ বিদ্রোহী ৩, জাতীয় পার্টির ৪, ইসলামি আন্দোলনের ৬, বাংলাদেশ কংগ্রেসের ৩ এবং স্বতন্ত্র হিসেবে ১৯ জন রয়েছেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে রয়েছেন ১২১ জন ও সাধারণ সদস্য পদে ৩৩৬ জন।

পীরগঞ্জ উপজেলার দশ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়া ৪৭ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ১০ জন। এছাড়া জাতীয় পার্টির ৩, ইসলামি আন্দোলন বাংলাদেশের ৯, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ২, জাকের পার্টির ৪ এবং স্বতন্ত্র হিসেবে ২১ জন প্রার্থী রয়েছে। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১৩৬ জন ও সাধারণ সদস্য পদে ৪২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী বুধবার (২৭ অক্টোবর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এর আগে গত ১৭ অক্টোবর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই শেষ হয় ২০ অক্টোবর। আগামী ১১ নভেম্বর পীরগাছা ও পীরগঞ্জের ১৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Place your advertisement here
Place your advertisement here