• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরের পাঁচ জেলায় ৩ হাজার ৭১৭ মেট্রিক টন বীজ আলু দিয়েছে বিএডিসি 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

চলতি মৌসুমে রংপুর অঞ্চলের পাঁচ জেলার জন্য ৩ হাজার ৭১৭ মেট্রিক টন বীজ আলু বরাদ্দ দিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। আলুর জাতগুলোর মধ্যে রয়েছে- কার্ডিনাল, ডায়মন্ড, গ্রেনোলা, ক্যারেজ, লেডিরোসেটা।

বিএডিসির উপ-পরিচালক আসাদুজ্জামান খান জানান, রংপুর মেট্রোপলিটন এলাকাসহ এ অঞ্চলের ৩৬টি উপজেলায় বীজ আলু সরাসরি কৃষকের মাঝে বিতরণ করা হবে। একজন কৃষক ৫০০ কেজি পর্যন্ত আলু বীজ বিএডিসি থেকে কিনতে পারবেন।

সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের পাঁচ জেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ৭২৬ জন ডিলার আছেন। এর মধ্যে রংপুর জেলায় ১৯২ জন, গাইবান্ধায় ১৩০ জন, কুড়িগ্রামে ১৬১ জন, নীলফামারীতে ১৩০ জন ও লালমনিরহাটে ১১৩ জন ডিলার আছেন। রংপুর জেলার প্রতিটি ডিলারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৫ মেট্রিক টন করে। বাকি চার জেলার ডিলারদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪ মেট্রিক টন করে।

বীজের জন্য ডিলারদের ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে বলেও জানান উপ-পরিচালক আসাদুজ্জামান খান।

Place your advertisement here
Place your advertisement here