• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কুড়িগ্রামে ৭ বছরে ৭ হাজার গাছ লাগিয়েছেন প্রকৃতিপ্রেমী আনোয়ার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যকে মনেপ্রাণে লালন করে শুধু প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে ৭ বছর ধরে নিজের অর্থ ব্যয় করে বৃক্ষরোপণ করে চলেছেন কুড়িগ্রামের বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন। গ্রামীণ ও শহরের সড়কসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ৭ হাজারেরও বেশি গাছ লাগিয়েছেন তিনি।

শহরের সৌন্দর্যবর্ধনে গড়েছেন ফুলের বাগানও। শুধু তাই নয় এসব গাছ ও ফুলের বাগান নিজ হাতেই পরিচর্যা করে যাচ্ছেন তিনি। রোপণ করা ৭ হাজার গাছের মধ্যে এখন ৩ হাজার গাছে ফল ও ফুল ধরেছে। আনোয়ার কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের বাসিন্দা ও টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি পদে কর্মরত।

আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোটবেলা থেকে প্রকৃতির প্রতি তার অগাধ ভালোবাসা। আর এই ভালোবাসা থেকে ৭ বছর থেকে নিজের গ্রামের বিভিন্ন রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানে ফল-ফুলের গাছ লাগানো শুরু করেন। কাজের এ ধারাবাহিকতা ধরে রাখতে নার্সারি শুরু করেন তিনি।

সরেজমিনে দেখা যায়, ৩-৪ বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে আনোয়ার হোসেন কৃষ্ণচূড়া, বকুল, বট, সোনালুসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ শুরু করেন। একপর্যায়ে শহরের শোভাবর্ধনের জন্য পৌর কর্তৃপক্ষ ও সড়ক বিভাগের অনুমতি নিয়ে শহরের রোড ডিভাইডারগুলোতে গড়ে তোলেন ফুলের বাগান। তার এসব কাজে সহযোগিতার জন্য শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে গড়ে তুলেছেন ওরাকল লাইব্রেরি।

আনোয়ার হোসেন বলেন, গাছের প্রতি অগাধ ভালোবাসার মধ্য দিয়ে বৃক্ষরোপণ করে আসছি। কিন্তু আমার চাহিদা অনুযায়ী সেটা পূরণ করতে পারছি না। যার কারণে আমি এলাকায় একটা কবরস্থান কন্ট্রাক্ট নিয়ে সেখানে চারা উৎপাদন করে সব জায়গায় চারা রোপণ করছি।

তিনি আরও বলেন, যেমন শহরে তারামন বিবি সড়কে দীর্ঘ ৮ কিলোমিটার, সেখানে ৫০০ বিভিন্ন গাছের চারা রোপণ করেছি। যেগুলোতে গাছে অনেক ফল ধরছে। এছাড়াও হলোখানা ইউনিয়ন পরিষদ থেকে কুড়িগ্রাম পৌরসভার ৬ কিলোমিটারজুড়ে ফল ও ফুলের গাছ রোপণ করেছি।

স্থানীয় কলেজ শিক্ষার্থী নাজমুল হোসেন বলেন, ‘ছোট থেকে হাতখরচ ও টিফিনের টাকা বাঁচিয়ে আনোয়ার চাচাকে গাছ লাগাতে সাহায্য করেছি। তিনি একাজে অনেক শ্রম দিয়েছেন সরকারিভাবে যদি তাকে কোনো সহযোগিতা করা হতো, আমার বিশ্বাস তিনি আরও অনেক দূর এগিয়ে যেতেন।

কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ ও উদ্ভিদবিদ মির্জা নাসির উদ্দিন বলেন, আনোয়ার হোসেন সবার কাছে একটি প্রেরণার উৎস। গাছ লাগানোর ফলে কুড়িগ্রাম শহরে একদিকে যেমন শোভাবর্ধন হচ্ছে অন্যদিকে এ শহরের পরিবেশ আরও উন্নত হচ্ছে।

Place your advertisement here
Place your advertisement here