• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় নিহত ১, গ্রেফতার ২

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের পাটগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহাজাহান আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ স্থানীয় আইয়ুব আলীর স্ত্রী খুরশেদা বেগম ও আব্দুল হকের ছেলে আমিনুর ইসলামকে গ্রেফতার করেছে।

শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় সকালে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার মেছিরপাড়া রহমতপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই এলাকায় সামসুদ্দিন মুন্সির ছেলে শাহাজাহান আলীর সঙ্গে দির্ঘদিন ধরে প্রতিবেশী মনতব আলীর ছেলের আইয়ুব আলীর জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে সীমানায় সুপারি গাছের চারা শাহাজাহান আলী রোপণ করলে উভয়ের মধ্যে সংর্ঘষ বাধে। এ সময় আইয়ুবআলীর লোকজনের হামলায় শাহাজাহান আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাটগ্রাম হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইয়ুব আলীর স্ত্রী খুরশেদা বেগম ও আব্দুল হকের ছেলে আমিনুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here