• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ইউপি নির্বাচন: রংপুর বিভাগে আ.লীগের প্রার্থী ঘোষণা আজ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ এ দুই বিভাগের প্রার্থী ঘোষণা হবে। গতকাল রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়।

মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন- মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, শেখ আবুল হাসানাত আবদুলাহ, কাজী জাফর উল্যাহ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, রশিদুল আলম, ড. আবদুস সোবহান গোলাপ।

আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, মনোনয়নপ্রত্যাশীদের অতীত কর্মকাণ্ড, দলের জন্য অবদান, জনপ্রিয়তা ইত্যাদিকে গুরুত্ব দিয়ে প্রার্থী চূড়ান্ত করছে আওয়ামী লীগ। প্রার্থীদের বিষয়ে তথ্য জানতে বিভিন্ন সংস্থার মাধ্যমে সংগৃহীত প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 

গতকালের সভায় দুই বিভাগের ইউনিয়ন পরিষদ ছাড়াও লক্ষ্মীপুর, পাবনার বেড়া, নোয়াখালীর সেনবাগ, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, টাঙ্গাইলের ঘাটাইল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, গাজীপুরের কালিয়াকৈর ও নীলফামারী- এ নয়টি পৌরসভার দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। আজ শুক্রবার বিকেল চারটায় গণভবনে আবারো বৈঠকে বসবেন মনোনয়ন বোর্ডের সদস্যরা।

Place your advertisement here
Place your advertisement here