• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে মহাসড়কে দুর্ঘটনা মুক্ত রাখতে হাইওয়ে পুলিশের প্রচারণা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ে মহাসড়কে দুর্ঘটনা মুক্ত রাখতে এবং জনসচেতনতার লক্ষে নানা ধরনের প্রচারণার কার্যক্রম পরিচালনা করে আসছে তেঁতুলিয়া হাইওয়ে থানা। বগুড়া রিজিয়ন-এর পুলিশ সুপারের নির্দেশনায় তেঁতুলিয়া হাইওয়ে থানার উদ্দ্যোগে এই কার্যক্রম পরিচালনা করে আসছে।

পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার ব্যস্ততম মহাসড়কে সকল প্রকার দুর্ঘটনা এড়াতে সব ধরনের যানবাহনের চালককে আইন মেনে গাড়ি চালোনোরও নির্দেশনা দেয়া হয়। তাই মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনামুক্ত রাখতে ফিডার রোডে সাইনবোর্ড, লিফলেট বিতরণসহ পথসভার মাধ্যমে জনসচেতনতামুলক প্রচারনণাও চালিয়ে যাচ্ছে তারা।

এছাড়াও মহাসড়কে অবৈধ থ্রী হুইলার পরিহার করার অনুরোধের পাশাপাশি থ্রী হুইলার চালকদের আইনের আওতায় এনে নিয়মিত মামলা দায়ের করছে হাইওয়ে পুলিশ। এদিকে মহাসড়কে দুর্ঘটনা মুক্ত রাখতে পুলিশের এই প্রচারণার অভিাযানকে স্বাগত জানান গাড়িচালক ও পথচারীরা।

এদিকে তেঁতুলিয়া হাইওয়ে থানার কর্মকর্তা মোঃ লুৎফর রহমান জানান, কেবল শুধু নিরাপদ সড়ক দিবসেই নয়, মহাসড়কে দুর্ঘটনা মুক্ত রাখতে এবং জনসচেতনতার লক্ষে সাপ্তাহিক রোটিন অনুযায়ী নিয়মিত অভিযান অব্যাহ রয়েছে।

এছাড়াও অবৈধ যানবাহন চলাচলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Place your advertisement here
Place your advertisement here