• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পঞ্চগড়ে চা বাজারজাতকরণের জন্য ৩য় অকশন মার্কেট স্থাপনের পরিকল্পনা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

আগামী ২০৩০ সালের মধ্যে দেশে ১৪০ মিলিয়ন কেজি চা উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির জন্য নানা উদ্যোগও নেয়া হয়েছে। তাই দেশের দ্বিতীয় বৃহত্তম চা অঞ্চল পঞ্চগড়ে অকশন মার্কেট স্থাপনের পরিকল্পনা করছে সরকার।

চা উৎপাদন বৃদ্ধির জন্য এ অঞ্চলের ক্ষুদ্র চা চাষীদের সবধরনের সহযোগিতা দেবে সরকার। এ জন্য ক্ষুদ্র চা চাষিদের প্রশিক্ষণও দেয়া হচ্ছে। রবিবার সকালে তেঁতুলিয়া উপজেলার চায়ের গ্রাম পেদিয়া গজে ক্ষুদ্র চা চাষীদের জন্য হাতে কলমে বৈজ্ঞানিক পদ্ধতিতে চা আবাদি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।

‌‘উন্নত জ্ঞান উন্নত চা’- প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন এলাকায় ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল শিরোনামে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের পরিচালক ড. একেএম রফিকুল হক, বাংলাদেশ চা-বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের  প্রকল্প পরিচালক এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামিম আল মামুন, উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, পেদিয়াগজ গ্রাম চা সমিতির সাধাণি সম্পাদক ঈমান আলী প্রমুখ।

এসময় শতাধিক চাষিকে দিনব্যাপী হাতে কলমে চা চাষ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। পরে পঞ্চগড় সার্কিট হাউসে চা চাষীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।

Place your advertisement here
Place your advertisement here