• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে অসহায় নারীদের কর্মসংস্থানের চেষ্টায় ফাতেমা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ের বিভিন্ন এলাকার পাঁচজন দরিদ্র নারীকে ব্যক্তিগত উদ্যোগে সেলাই মেশিন কিনে দিয়েছেন ফাতেমা খাতুন নামে এক নারী। স্থানীয় দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানে সহায়তা জন্য তার এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।

রবিবার দুপুরে পঞ্চগড় নজরুল পাঠাগারে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি।

এ সময় পঞ্চগড় পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর দিলখুশা প্রধান বিপ্লবী, ফাতেমার মেয়ে নাসরিন শিরিন, নজরুল পাঠাগারের লাইব্রেরিয়ান হালিম আনোয়ার মো. করিমদাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকায় বসবাসকারী সত্তরোর্ধ ফাতেমা খাতুনের জন্মস্থান উত্তরের জেলা পঞ্চগড়। ২০০১ সালে তিনি সরকারি পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। ১৯৬৫ সাল থেকে সরকারি চাকুরি জীবন শুরু করে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন অধ্যাপনা করে। পঞ্চগড় নজরুল পাঠাগারের আজীবন সদস্য তিনি।

ফাতেমা খাতুন বলেন, ‘আমি ঢাকায় থাকলেও পঞ্চগড়ের মানুষের জন্য আমার প্রাণ সব সময় কাঁদে। পঞ্চগড় আমার জন্মস্থান। এজন্য আমি এখানকার মানুষের জন্য কিছু না কিছু করতে চাই। বিশেষ করে আত্মকর্মসংস্থানে সহায়তায় কিছু করার ইচ্ছে বহুদিনের। কিন্তু তেমন কিছুই করতে পারছি না। বিত্তবান মানুষরা যদি সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে বড় একটা পরিবর্তন আসবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আশা করি, আমার মতো অন্যরাও অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন।

Place your advertisement here
Place your advertisement here