• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

কুড়িগ্রামে মানবিক কাজে সাংগঠনিক সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

পিছিয়ে পরা বিশেষ জনগোষ্ঠীর নিরাপত্তা ও সহায়তা কার্যক্রম কাজে সম্পৃক্ত মানবিক সংগঠনগুলোর  সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। 

শনিবার সকালে কুড়িগ্রাম টেরেডেস হোমস ফাউন্ডেশন কনফারেন্স কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় বেসরকারি সংগঠন এসোসিয়েট ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) নির্বাহী প্রধান সাঈদা ইয়াসমিন।

উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বেসরকারি সংগঠন কোস্ট ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মজিবুল হক মুনির, উপ-পরিচালক ফেরদৌস আরা রুমি, টুগেদার প্রজেক্টের সিনিয়র সমন্বয়কারী আরিফ দেওয়ান, সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভলপমেন্ট (সিডিডি) এনজিও’র সমন্বয়কারী তাসলিমা আক্তার কেয়া।
প্রশিক্ষণে বেসরকারি সংগঠন সিডিডি, মুক্তি ফাউন্ডেশন, পালস ও এএফএডি থেকে ২০জন অংশগ্রহন করে।

জার্মান ভিত্তিক দাতা সংস্থা মালটিজার ইন্টারন্যাশনাল’র আর্থিক সহায়তায়, কোস্ট ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায়, স্থানীয় বেসরকারি সংগঠন এসোসিয়েট ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) প্রশিক্ষণের আয়োজন করে। 

প্রশিক্ষণে দুর্যোগকালিন সময়ে মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণের লক্ষ্যে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিমুলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

Place your advertisement here
Place your advertisement here