• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৭ লক্ষ টাকার ইয়াবার চালান আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের রৌমারীতে জামালপুর ৩৫ বিজিবি’র জওয়ানরা অভিযান চালিয়ে ১৭ লক্ষ ২৪ হাজার ৪শ’ টাকা মূল্যের ইয়াবার চালান আটক করেছে। বুধবার ভোরে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫হাজার ৭৪৮টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রৌমারী উপজেলার হিজলামারী ও মোল্লারচর বিওপি’র বিজিবি সদস্যরা চর ফুলবাড়ী ও মোল্লারচর এলাকা থেকে মালিকবিহিন অবস্থায় ১৭ লক্ষ ২৪ হাজার ৪শ’ টাকা মূল্যের ৫হাজার ৭৪৮টাকার ইয়াবার চালান আটক করে। অভিযানে হিজলামারীতে নেতৃত্ব দেন হাবিলদার কমল কৃঞ্চ সরকার এবং মোল্লারচরে নায়েক সুবেদার মো. জাহাঙ্গীর আলম।

জামালপুর ৩৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন জানান, প্রধানমন্ত্রী কতৃক জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত সুরক্ষায় মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এছাড়াও তিনি জানান, আটককৃত মাদকের বিপরীতে রৌমারী থানায় জিডি কার্যক্রম শেষে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন সদরে জব্দকৃত মাদক জমা রাখা হবে।

Place your advertisement here
Place your advertisement here