• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

সাঘাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিশেষ সভা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা  সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, সাঘাটা থানা অফিসার্স ইনচার্জ মতিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, বোনাপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এনায়েত কবির, ডাঃ রাজিব, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেনা আক্তার। 

এছাড়াও সাঘাটা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম চন্দ্র, সাধারণ সম্পাদক সুজিত বকশী, ভরতখালী ইউপি চেয়ারম্যান শামছুল আজাদ শীতল, ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জুমার বাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, সাঘাটা উপজেলায় ৬২টি শারদীয় পূজা মন্ডপে দুর্গা উৎসব উদযাপিত হবে বলে জানা গেছে।

Place your advertisement here
Place your advertisement here