• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে নিরব এলাকা ঘোষণা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে নিরব এলাকা ঘোষণা করেছেন পরিবেশ অধিদপ্তর। এছাড়া রংপুরে নির্মাণ কাজের ফলে ভয়াবহ শব্দ দূষণ হচ্ছে।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমম্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। 

কর্মশালায় জানানো হয়, জরিপে উঠে এসেছে রংপুরে সর্বনিম্ন ৪৬ ডিসিবল ও সর্বোচ্চ  ১৩০ ডেসিবল শব্দের মাত্রা পাওয়া গেছে। অথচ ২০ ডিসিবল মাত্রায় মানুষ শুনতে পায়। কর্মশালা শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন কর্মপন্থা নির্ধারণ করা হয়। 

পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের  অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক ও (যুগ্ম সচিব) মো. হুমায়ুন কবীর, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরুজুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ (ইএনটি) সহযোগী অধ্যাপক ডা. আহসানুল হাবীব লেলিন, রংপুর প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Place your advertisement here
Place your advertisement here