• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

দেড় বছর পর অবশেষে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

মহামারি করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী চলাচল শুরু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্যুরিস্ট ভিসা বাদে অন্য সব ভিসাধারী যাত্রী বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে পারাপার করছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছর ২৬ এপ্রিল থেকে সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত বন্ধ হয়ে যায়। এ বছর গত ১৪ সেপ্টেম্বর পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাবান্ধাসহ আরও কয়েকটি স্থলবন্দরের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই মোতাবেক সোমবার থেকে উভয় দেশের মধ্যে যাতায়াত শুরু হয়েছে।

এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেয়ার খবর পেয়ে স্বস্তি মিলেছে ভারতে চিকিৎসা নেওয়া কয়েকজন রোগীর।

এদের মধ্যে কেউ কেউ জানান, চেকপোস্ট বন্ধ থাকায় ভারতে চিকিৎসা নিতে পারছিলাম না। দীর্ঘদিন ধরে রোগে ভুগছি। চেকপোস্ট খুলে দেয়ায় ভারতে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারবো।

নজরুল ইসলাম জানান, করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকার পর সোমবার থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার শুরু হয়েছে। প্রথম দিনে দুপুর পর্যন্ত ৬ জন যাত্রী পারাপার হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here