• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে পুলিশের সহযোগিতায় শিশু ফিরল মায়ের কোলে 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ আগস্ট ২০২১  

Find us in facebook

Find us in facebook

শিশু মুনতাহা কুড়িগ্রামের সদর উপজেলার ভরসার মোড় টাপু ভেলাকোপা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। রোববার (৮ আগস্ট) দুপুরে সদর থানা পুলিশের সহায়তায় মায়ের কোল ফিরে পায় ওই শিশু। কলহের জেরে মায়ের কোল থেকে বিচ্ছিন্ন করা হয় আট মাস বয়সী শিশু মুনতাহাকে। পরে ২৪ ঘণ্টা যেতে না যেতেই ওই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, দুই বছর আগে সদর উপজেলার কৃষ্ণপুর বকসীপাড়া গ্রামের মান্নানের মেয়ে রত্না বেগমের বিয়ে হয় একই উপজেলার কৃষ্ণপুর বকসীপাড়া গ্রামের ওয়াহেদের ছেলে সিরাজুল ইসলামের। বিয়ের পর দম্পতির কোলজুড়ে আসে কন্যাশিশু মুনতাহা। পারিবারিক কলহের কারণে বিভিন্ন সময় স্ত্রী রত্না বেগমকে নির্যাতন করে আসছিলেন সিরাজুল। শনিবার (৭ আগস্ট) স্বামী ও তার পরিবারের লোকজন রত্না বেগমকে মারধর করে মুনতাহাকে কোল থেকে ছিনিয়ে নেন এবং তাকে বাড়ি থেকে বের করে দেন।

পরে মা রত্না বেগম সদর থানা পুলিশের শরণাপন্ন হন। রোববার দুপুরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে শিশুটি উদ্ধার করে থানায় এনে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, অভিযোগ পেয়ে শিশু মুনতাহাকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। ওই নারীর পারিবারিক বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় কাউন্সিলরকে বলা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here