• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দুই দিন অনশনের পর প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন সেই মেম্বার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়ন পরিষদের সদস্য নুর ইসলামের (৪০) বাড়িতে বিয়ের দাবিতে গত বৃহস্পতিবার (২২ জুলাই) থেকে অনশন শুরু করেন এক কলেজছাত্রী (২৩)।

কলেজছাত্রীর দাবি- নুর ইসলাম তার একাধিক বিয়ে ভেঙে দিয়েছেন। পরে তাকে বিয়ের আশ্বাস দিয়ে জোর করে প্রেম করেছেন। কিন্তু এখন আর বিয়ে করতে চাইছেন না।

তবে ওই কলেজছাত্রীর অনশন শুরুর দুই দিনের মাথায় বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিয়েছেন ইউপি সদস্য নুর ইসলাম। শুক্রবার (২৩ জুলাই) দিবাগত গভীর রাতে তাকে বিয়ে করেন তিনি।

নুর ইসলামের প্রতিবেশীরা জানান, উপজেলার বুড়িমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর নুর ইসলাম। বিয়ের আশ্বাস দিয়ে ওই কলেজছাত্রীর সঙ্গে প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ডিগ্রি দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর বিয়ের সম্বন্ধ আসলে নুর ইসলাম বিভিন্ন কথা বলে মেয়েটির বিয়ে ভেঙে দেয়।

তাকে বিয়ে করবে কথা দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে তাকে বেড়াতেও নিয়ে যেতেও দেখা যায়। তবে কিছুদিন আগে থেকে মেয়েটি নুর ইসলামকে বিয়ের কথা বললে তিনি টালবাহানা শুরু করেন। একপর্যায়ে ওই ছাত্রী গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউপি সদস্যের বাড়িতে গিয়ে উঠে। এসময় ইউপি সদস্য নুর ইসলাম বাড়ি থেকে সরে পড়েন।

বুড়িমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজসহ এলাকার প্রভাবশালী ব্যক্তিরা ইউপি সদস্য নুর ইসলামকে বুঝিয়ে বিয়ে দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ফলে দ্বিতীয় দিনেও অনশন করে মেয়েটি।

ওই সময় অনশনরত কলেজ ছাত্রী বলেছিলেন, ‘আমার বিয়ের প্রস্তাব আসলে উনি (নুর ইসলাম) ভেঙে দেয়। বাধ্য হয়ে তার সঙ্গে সম্পর্ক করি। আমার জীবন নষ্ট করে পরে আর ধরা দেয় না। বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে আসতে বলে এখন পালিয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই।’

বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ বলেন, ‘অনেক চেষ্টা পর শুক্রবার রাতে ইউপি সদস্য নুর ইসলামের সঙ্গে ওই কলেজছাত্রীর বিয়ে দেয়া হয়েছে।’

Place your advertisement here
Place your advertisement here