• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রাজারহাটে শহীদ রাউফুন বসুনিয়া পাঠাগারের যাত্রা শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় শহীদ রাউফুন বসুনিয়া পাঠাগারের যাত্রা শুরু হয়েছে। একদল স্বপ্নবাজ তরুণের উদ্যোগে শুক্রবার (২৩ জুলাই) সকালে এ পাঠাগারের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি। 

এ উপলক্ষে পাইলট উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ সোহরাওয়ার্দী অডিটরিয়ামে আলোচনায় অংশ নেন উত্তরবঙ্গ জাদুঘরের উদ্যোক্তা ও মুক্তিযুদ্ধ গবেষক বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, লেখক ও সাংবাদিক আব্দুল খালেক ফারুক, রাজারহাটের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নুর মো: আক্তারুজ্জামান, জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম,  ছাত্রলীগ নেতা নাজমুল হুদা সুমন, শিক্ষক জাকির হোসেন, পাঠাগারের প্রধান উদ্যোক্তা হাসনাত কানন প্রমুখ। 

প্রসঙ্গত,স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনন্য অবদানের জন্য শহীদ রাউফুন বসুনিয়ার নামে এই পাঠাগারটির নামকরণের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, এ পাঠাগারটি রাউফুন বসুনিয়ার স্মৃতি ধরে রাখার পাশাপাশি ভবিষ্যতে জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে রাজারহাটের শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে বড় ভূমিকা পালন করবে। 

Place your advertisement here
Place your advertisement here