• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

দিনাজপুরে ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে তিনজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় মারা গেছেন তিনজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন।

এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২২০ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬১০ জনে দাঁড়ালো।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস। তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় বর্তমানে মজুত করা অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১ হাজার ২৮৫টি, হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা ১৯টি ও অক্সিজেন কনসেনট্রেটরের সংখ্যা ২৮টি।

Place your advertisement here
Place your advertisement here