• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

এবারও ঈদের জামাত হবে না দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ মাঠে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

করোনা প্রাদুর্ভাবের কারণে এবারও উপমহাদেশের বৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। করোনার কারণে এই গোর-এ শহীদ বড় ময়দানে গত তিনটি ঈদের নামাজ হয়নি।

স্থানীয় প্রশাসনের সুত্রে জানা যায়, করোনারভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এই বৃহৎ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন এলাকার মসজিদে প্রয়োজনে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 
 
গোর-এ শহীদ বড় ময়দানের ঈদগাহ মিনার কমিটির সভাপতি ও দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঈদগাহ মিনারে লাখো মুসল্লির সমাগম হয়। তাই করোনা সংক্রমণ রোধে এবারও ঈদুল আজহার জামাত না করার সিদ্ধান্ত হয়েছে। গত ১৫ জুলাই আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য, দেশের বৃহৎ এ ঈদগাহে দৃষ্টি নন্দন ঈদগাহ মিনার এ রয়েছে ৫২টি গম্বুজ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নান্দনিক এ ঈদগাহ মিনার। যা উপমহাদেশের মধ্যে সর্বোচ্চ মিনার এটি। এ ছাড়া ৫১৬ ফুট দৈর্ঘ্যরে ৩২টি আর্চ নির্মাণ করা হয়েছে। পুরো মিনার সিরামিক্স ইট দিয়ে আচ্ছাদিত করা হয়েছে। প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক লাইটিং। রাত হলেই ঈদগাহ মিনার আলোকিত হয়ে ওঠে। এটি এখন বাংলাদেশ তথা দক্ষিন এশিয়ার সর্ববৃহত ঈদগাহ ময়দান।

মিনার কেন্দ্রিক মাঠের আয়তন ২০ থেকে ২২ একর। তবে মাঠের মধ্যে আরও কিছু স্থাপনা অপসরণের কাজ চলছে। যা শেষ হওয়ার পর পুরো মাঠের আয়তন হবে ৬৫ একর। 

Place your advertisement here
Place your advertisement here