• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৭১ জনের দেহে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ১৪৪ জনে।

শনিবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।

তিনি জানান, দিনাজপুরে গেল ২৪ ঘণ্টায় ৫৭৭টি নমুনা পরীক্ষায় ১৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ১০৭ জন আক্রান্ত হয়েছে। এছাড়া বিরলে চার জন, বিরামপুরে চার জন, বীরগঞ্জে তিন জন, বোচাগঞ্জে আট জন, চিরিরবন্দর ১০ জন, ফুলবাড়ি ১৪ জন, কাহারোলে দুই জন, পার্বতীপুরে ১৯ জন আক্রান্ত হয়েছে। এ সময় ভাইরাসটিতে মারা গেছেন আরও তিন জন। তারা সদর উপজেলা, কাহারোল ও বোচাগঞ্জ উপজেলার বাসিন্দা। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৯ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.৬৩ শতাংশ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, দিনাজপুরে বর্তমানে মজুত করা অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১২৮৫টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংখ্যা ১৯টি ও অক্সিজেন কনসেনট্রেটরের সংখ্যা ২৮টি।

Place your advertisement here
Place your advertisement here