• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

করোনা: রংপুর বিভাগে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৭৪৫ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুর বিভাগে করোনায় একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। গত তিনদিনের তুলনায় বিভাগে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপফতর সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার দুইজনসহ দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড়ের ১ জন করে রয়েছেন।

করোনায় শনাক্ত ৭৪৫ জনের মধ্যে দিনাজপুরের ২৬৪ জন, রংপুরের ১১৬ জন, ঠাকুরগাঁওয়ের ৮৬ জন, নীলফামারীর ৮০ জন, কুড়িগ্রামের ৬৫ জন, পঞ্চগড়ের ৬৩ জন, গাইবান্ধার ৫১ ও লালমনিরহাটের ২০ জন রয়েছে। একই সময়ে বিভাগে ৩ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৩৭ জন, রংপুরের ১৪৪, ঠাকুরগাঁওয়ের ১৩৪, নীলফামারীর ৫১, লালমনিরহাটের ৪৩, কুড়িগ্রামের ৩৮, পঞ্চগড়ের ৩৫ ও গাইবান্ধার ৩৪ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৬ জন।

এছাড়াও নতুন শনাক্ত ৭৪৫ জনসহ বিভাগে ৩৫ হাজার ৭৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুুর জেলায় ১০ হাজার ৯৭৩ জন, রংপুরের ৭ হাজার ৭৩৭ জন, ঠাকুরগাঁওয়ের ৫ হাজার ৩০ জন, গাইবান্ধার ২ হাজার ৯৩২ জন, নীলফামারীর ২ হাজার ৭২৯ জন, কুড়িগ্রামের ২ হাজার ৫৭৯ জন, লালমনিরহাটের ১ হাজার ৯৩১ জন এবং পঞ্চগড়ের ১ হাজার ৮৬৭ জন রয়েছেন।

সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন।

Place your advertisement here
Place your advertisement here