• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে চীনের “সাইনোফার্ম” টিকা প্রদান চলছে 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

করোনা পরিস্থিতিতে নীলফামারীতে চীনের “সাইনোফার্ম” টিকা প্রদান শুরু হয়েছে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে জেলার ৭টি কেন্দ্রে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয় গতকাল সোমবার(১২ জুলাই) থেকে। মঙ্গলবার(১৩ জুলাই) জেলায় এই টিকা গ্রহণ করেছে ২ হাজার ৫১৯। এর মধ্যে নারী ৯৯৯ ও পুরুষ ১৫২০ জন। আগেরদিন টিকা নেন ৫৮৩ জন নারী সহ ১ হাজার ৪৯৪জন। গত দুইদিনে টিকা নিলেন ৪ হাজার ১৩ জন। 

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, নীলফামারী জেলায় নীলফামারীতে চীনের “সাইনোফার্ম” টিকা বরাদ্দ পাওয়া গেছে ৩৮ হাজার ৪০০ ডোজ। যা দুই দফায় ১৯ হাজার ২০০ জনকে প্রদান করা হবে।

সুত্র মতে প্রথম ডোজ নেয়ার ২৮ দিন পর ২য় ডোজ প্রদান করা হবে। কেন্দ্র পরিবর্তন করে ভ্যাকসিন প্রদান করা যাবে না। পূর্বে অন্য কোন কোভিড ভ্যাকসিন গ্রহন করেছেন এমন কাউকে এই ভ্যাকসিন প্রদান করা যাবে না এবং অনিবন্ধিত কোন ব্যক্তি এই ভ্যাকসিন নিতে পারবেন না। টিকা কেন্দ্র শুক্রবার ও সরকারী ছুটি ব্যতিত প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত খোলা থাকবে।

নীলফামারী জেলার ৭টি কেন্দ্রে এই টিকা প্রদান করা হচ্ছে। কেন্দ্রগুলো হলো জেলা সদরের জেনারেল হাসপাতাল, সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ, সৈয়দপুর, ডোমার, ডিমলা,কিশোরীগঞ্জ ও জলঢাকা উপজেলা হাসপাতাল। 

Place your advertisement here
Place your advertisement here