• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিএনপি-জামায়াতের রাজনীতির কবর হবে: আমির হোসেন আমু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি। নতুন প্রজন্ম যেদিন তাদের আসল ইতিহাস জানবে, সেদিন থেকেই তাদের ঘৃণা করবে। সেদিনই বিএনপি-জামায়াতের রাজনীতির কবর হবে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ যুবলীগের ২৫ মার্চের কালরাত্রি স্মরণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন, গণহত্যা দিবস সরকার স্বীকৃতি দিয়েছে, সংসদে পাশ করতে হবে। বধ্যভূমিগুলো চিহ্নিত করে সরকার সংরক্ষণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, কেউ কোনোদিন ভাবেনি বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে, কিন্তু শেখ হাসিনা আজকে যুদ্ধাপরাধীদের বিচার করছেন। এর মধ্য দিয়েই আলোড়ন শুরু হয়েছে। সঠিকভাবে বিচার করার মধ্যে দিয়ে রাজাকাররা চিহ্নিত হয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, শেখ হাসিনা তো কারো পৈতৃক সম্পত্তি নিয়ে টান দেননি। রাজনৈতিক কারণেই তাকে বারবার হত্যার চেষ্টা চালানো হয়েছে। শেখ হাসিনা বিদেশে থাকার কারণে ৭৫-এ তাকে হত্যা করতে পারেনি একাত্তরের পরাজিত শক্তি। আজও তারা সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করতে বারবার শেখ হাসিনাকে আক্রমণ করার চেষ্টা করছে।

এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here