• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

সহিংসতার রাজনীতি ভোলেনি বিএনপি-জামায়াত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বিএনপি বহুদিন ধরেই বলে আসছে জামায়াতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আবার জামায়াতও বলছে তারা আর বিএনপির সঙ্গে নেই। এমনকি ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে বিএনপির সমাবেশে জোটের শরিকদের দেখা গেলেও ছিল না জামায়াত। তবে সম্প্রতি কিশোরগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সহিংসতা সৃষ্টির চেষ্টা করেছে জামায়াতের অঙ্গসংগঠন ছাত্রশিবির।

এ ঘটনায় ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন, আটক করা হয়েছে শিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য মাসুম বিল্লাহ ও কলেজ শাখার সেক্রেটারি এমদাদ উল্লাহসহ ২১ নেতাকর্মীকে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ সূত্র জানায়, সোমবার ছাত্রশিবির অনুমতি ছাড়াই নতুন জেলাখানার সামনের সড়কে র‌্যালি বের করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের ৭ সদস্য আহত হন। ঐ সময় পুলিশ আত্মরক্ষার্থে ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে শিবিরের ২১ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমন ঘটনায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, জামায়াত যদি বিএনপির সঙ্গে সম্পর্ক না রাখে তাহলে বিএনপির কর্মসূচির মাঝে হঠাৎ কেন শিবিরের সহিংসতা?

এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, সহিংসতার রাজনীতি এখনো ভোলেনি বিএনপি-জামায়াত। এ কারণে বিএনপির চলমান আন্দোলন-কর্মসূচির মধ্যেই নিজেদের অস্তিত্ব জানান দিতে কিশোরগঞ্জে সহিংসতা সৃষ্টি করেছে জামায়াতের অঙ্গসংগঠন শিবির।

Place your advertisement here
Place your advertisement here