• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

টাকার বিনিময়ে ২৬ কমিটি, গা ঢাকা দিয়েছেন আমানউল্লাহ আমান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বিএনপির রাজনীতি ঘিরে বিতর্ক থামছেই না। যাচাই-বাছাই ছাড়া ঘোষণা করা হচ্ছে থানাসহ বিভিন্ন শাখা কমিটি। মোটা অংকের অর্থের বিনিময়ে মাদক ব্যবসায়ী, ধর্ষক এমনকি রাজাকার সন্তানদেরও পদ দিচ্ছে বিএনপি।

সবসময় এ কমিটি বাণিজ্যের নেপথ্যে থাকেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এবার কমিটি বাণিজ্যে তারেক রহমানকে পেছনে ফেলে তুঘলকি কাণ্ড ঘটিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান। তার সঙ্গী ছিলেন সদস্য সচিব আমিনুল হক।

জানা গেছে, দুইজন মিলে ঘোষণা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানার আহ্বায়ক কমিটি। বিনিময়ে হাতিয়ে নিয়েছেন প্রায় ৫ কোটি টাকা। আমান-আমিনুলের এ কমিটি বাণিজ্যের শিকার হয়েছেন অসংখ্য নেতা।

পদবঞ্চিত এসব নেতা বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির থানা কমিটি ঘিরে এলাকাপ্রীতি ও আর্থিক লেনদেন হয়েছে। মোটা অংকের টাকার বিনিময়ে কমিটিগুলোতে ঠাঁই পেয়েছেন ধর্ষক, মুক্তিযুদ্ধবিরোধী রাজাকারের বংশধররা। যারা অর্থ দিয়েছেন শুধু তারাই কমিটিতে জায়গা পেয়েছেন।

এদিকে, ক্ষুব্ধ ও পদবঞ্চিত নেতাদের চাপে গা ঢাকা দিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান। তার মোবাইল ফোনও বন্ধ। এমনকি কমিটি বাণিজ্যে তার সঙ্গী আমিনুল হকও জানেন না কোথায় আছেন আমানউল্লাহ আমান।

Place your advertisement here
Place your advertisement here