• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

তবে কী মান্নান ভূঁইয়ার পথেই হাঁটছেন মির্জা ফখরুল? 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

এক সময়ে বিএনপির মহাসচিব ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতা থাকাকালীন মান্নান ভূঁইয়া হয়ে উঠেন প্রচণ্ড ক্ষমতাবান ব্যক্তি। তাকে তৎকালীন সরকারের তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবেও চিহ্নিত করা হতো। 

আর এ কারণেই খালেদা জিয়া ও তারেক রহমানের পরই নেতাকর্মীরা আব্দুল মান্নান ভূঁইয়াকে ঘিরে রাখতো। বাম ঘরনা থেকে উঠে আসা বিএনপির এ নেতাকে মহাসচিব হিসেবে সবাই অত্যন্ত সফল ভাবতেন। কিন্তু সেই আব্দুল মান্নান ভূঁইয়া-ই ওয়ান-ইলেভেনের সময় খালেদা জিয়ার সঙ্গে করলেন বিশ্বাসঘাতকতা। 

আর সেই বিশ্বাসঘাতকতার ধরণ এমন ছিলো যে, প্রথমে বিএনপি নেতারা বুঝতেই পারেনি। তারা মনে করেছিলেন, খালেদা জিয়া এবং বিএনপির উপকার করতেই বোধ হয় মাঠে নেমেছেন আব্দুল মান্নান ভূঁইয়া।

ওয়ান-ইলেভেন সরকার আসার পর মান্নান ভূঁইয়া আসল চেহারা বেরিয়ে আসে। তখন তিনি খালেদা জিয়া বিরোধী হন এবং বিএনপিতে সংস্কারের ডাক দেন। খালেদা জিয়ার নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বের বিরোধিতা করে তিনি প্রকাশ্য অবস্থান নেন। 

এদিকে নানা প্রেক্ষাপটে বর্তমানে বিএনপির রাজনীতিতে মির্জা ফখরুলকে বিএনপি এবং খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু তিনি গোপনে কী করছেন, তা নিয়ে বিএনপির মধ্যেই উঠেছে নানা প্রশ্ন। বিশেষ করে যেখানে খালেদা জিয়ার পরিবার তার বিদেশ যাওয়ার বিষয়টি দেখছেন, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অযথাই নাক গলান।

এ নিয়ে দলে সমালোচিত হচ্ছেন মির্জা ফখরুল। এসব কারণেই এর আগে যখন খালেদা জিয়ার জামিন হয়েছিল, সেই সময় এ ইস্যুতে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মির্জা ফখরুলকে অন্ধকারে রেখেছিলেন। 

শুধু মির্জা ফখরুল ইসলাম নয়, দলের কাউকেই কোনো কিছু জানতে দেওয়া হয়নি। যখন সরকারি সিদ্ধান্ত ঘোষণা হয়, তখন ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির অন্যান্য নেতারা জানতে পেরেছিলেন।

পাশাপাশি কোনো ধরনের আন্দোলনে সায় না দেওয়ার কারণে অনেকেই মির্জা ফখরুলকে সন্দেহ করেন। বর্তমানে খালেদা জিয়া অসুস্থ হওয়ায় তার পরিবার শঙ্কিত। কিন্তু সংবাদ সম্মেলনে সম্প্রতি খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি এখন আগের চেয়ে অনেক ভালো ইত্যাদি কথা বলে তার বিদেশ যাওয়ার দাবির কৌশলে বিরোধিতা করেন মির্জা ফখরুল। 

আর এ কারণেই বিএনপিতে এখন গুঞ্জন উঠেছে, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী আব্দুল মান্নান ভূঁইয়ার দেখানো পথেই হাঁটছেন? রাজনৈতিক বিশ্লেষকেরা জোর গলায় তা-ই বলছেন।

Place your advertisement here
Place your advertisement here