• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ছোট ভাইকে ছাদ থেকে নামাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে ফুটবলারের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে কামরুল হাসান নামে এক কিশোর ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুলাই) বিকেলে মিঠাপুকুর কলেজ মাঠে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট চলাকালীন সময় এ ঘটনা ঘটে।

নিহত কামরুল হাসান দুর্গাপুর ইউনিয়নের কৃষ্ণপুর (পুকুরপাড়) গ্রামের ভ্যানচালক মানিক মিয়ার ছেলে। কামরুল হাসান মিঠাপুকুর ক্রীড়া উন্নয়ন পরিষদের একজন খেলোয়াড় ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মিঠাপুকুর কলেজ মাঠে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। এ সময় কামরুল হাসানের ছোট ভাই আবু তাহের ক্রীড়া উন্নয়ন পরিষদের বিল্ডিংয়ের ছাদে উঠে খেলা দেখছিল। কামরুল হাসান তার ছোট ভাইকে নামানোর জন্য ছাদে ওঠেন। ওই ছাদের উপর দিয়ে বিদ্যুতের লাইন গেছে পাশের একটি দোকানে।

ছাদ থেকে নামার সময় একপর্যায়ে অসতর্কতাবসত ঝুলন্ত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে কামরুল হাসান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, কামরুল হাসান ভালো ফুটবল খেলতেন। নিয়মিত ফুটবল খেলার কারণে উপজেলা পর্যায়ে সবার কাছে বেশ পরিচিত ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

Place your advertisement here
Place your advertisement here