• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পীরগঞ্জে ট্রাক্টরের চাপায় নিহত ২

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগঞ্জে ট্রাক্টরের চাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। 
মঙ্গলবার (২৫ জুন) বিকেলে পীরগঞ্জ উপজেলার নবাবগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার ছাতুয়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ও ভ্যানচালক আব্দুর রহমান (৫৫) এবং একই উপজেলার বিছনা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেওয়া (৭৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে যাত্রী নিয়ে খালাশপীর থেকে বাড়ি ফিরছিলেন ভ্যানচালক আব্দুর রহমান। পথে উপজেলার গোপীনাথপুর নামক স্থানে পৌঁছালে  পেছন থেকে চার্জারভ্যানটিকে চাপা দেয় একটি ট্রাক্টর। এতে ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক আব্দুর রহমান। গুরুতর গুরুতর আহত ভ্যানের যাত্রী ফাতেমা বেওয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বিষয়টি নিশ্চিত করেছেন টুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মণ্ডল।

পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরের চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here