• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

রংপুরে ১২০ টাকা দিয়ে পুলিশে চাকরি পেয়েছেন ১১১ জন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
কোনো ধরণের তদবির এবং আর্থিক লেনদেন ছাড়া মাত্র ১২০ টাকা ফি দিয়ে ১১১ জন রংপুর জেলায় পুলিশ কনেস্টবল পদে চাকরি পেয়েছেন বলে দাবি করেছে পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
 
সোমবার (৩ এপ্রিল) বিকালে নিজস্ব হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই দাবি করেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সুলতানা রাজিয়া ও ইফতেখায়ের আলম উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, মার্চ মাসে আমরা কোনো ধরণের তদবির এবং আর্থিক লেনদেন ছাড়াই মাত্র ১২০ টাকা ফি দিয়ে স্বচ্ছতার মাধ্যমে ১১১ জন কনেস্টবল নিয়োগ দিয়েছি। এর মধ্যে ৯৪ জন পুরুষ এবং ১৭ জন নারী। যাদেররকে ইন্টারভিউ করলে আপনারা বুঝতে পারবেন। এটা রংপুর পুলিশের একটি অন্যতম সাফল্য। 

এছাড়াও রংপুর জেলা পুলিশ হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ৯৮৪ জনকে গ্রেপ্তার করেছে। ত্রুটিপূর্ণভাবে গাড়ি চালানো ও ট্রাফিক আইন অমান্য করায় ১ হাজার ১১৯ টি মামলা দিয়ে ৩৯ লাখ ৭৮ টাকা জরিমানা আদায় করেছে। 

পাশাপাশি বিভিন্ন ধরণের মাদক উদ্ধার, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং উঠান বৈঠকের মাধ্যমে আত্মহত্যা, বাল্যবিবাহ রোধ, গুজব ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রেস ব্রিফিংয়ে রংপুরে কর্মরত প্রেস, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here